Top Header
Author BartaLive.com
তারিখ: ৩০ জুলাই ২০২৫, ০২:২৮ অপরাহ্ণ

পারিবারিক বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

News Image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মনচক গ্রামে ঋণের কিস্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাতিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। নিহত যুবকের নাম মাইনুদ্দিন (৩৫), তিনি ওই গ্রামের রুহুল আমিন সরকারের ছেলে।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর ফারুকের স্ত্রী মাফিয়া বেগমকে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, চাচা ফারুক তার স্ত্রীর নামে স্থানীয় একটি এনজিও থেকে ১ লাখ টাকা ঋণ নেন, যার মধ্যে ৫০ হাজার টাকা ভাতিজা মাইনুদ্দিনের হাতে দেন। পরবর্তীতে কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ দিলে মাইনুদ্দিন ও তার স্ত্রী নিজেরাই কিস্তির টাকা পরিশোধ করে দেন। কিন্তু বাকি টাকা ফারুকের হাতে না দেওয়ায় শুরু হয় বাকবিতণ্ডা, যা একপর্যায়ে রূপ নেয় মারধরে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ফারুক ও তার ছেলে ফয়সাল মিলে মাইনুদ্দিনকে কিল-ঘুষি ও লাথি মারতে মারতে গুরুতর আহত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মানছুরা বেগম বলেন,

“আমার স্বামীর নামে ৫০ হাজার টাকা ঋণ ছিল, যার মধ্যে ১৪ হাজার টাকা বাকি ছিল। সেই কিস্তি আমরাই পরিশোধ করেছি। কিন্তু টাকা চাচা শ্বশুরের হাতে না দেওয়ায় ফারুক ও তার ছেলে মিলে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি এর ন্যায়বিচার চাই।”

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান,

“ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় ফারুকের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রয়েছে। একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।”

Watermark