রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদ রাহী। বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক আনন্দ র্যালিপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রদল সভাপতি রাহী বলেন, “শিক্ষার্থীদের আহ্বান জানাবো—আপনারা এই দুর্নীতিগ্রস্ত উপাচার্যকে প্রশ্ন করবেন, তিনি কত টাকা কমিশন খেয়ে সুপারিশ দিয়েছেন। যদি এটা সত্য হয়, তাহলে তার চেয়ার টেনে পদ্মা নদীতে ফেলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও অভিযোগ করেন, “বর্তমান প্রশাসন কমিশনভিত্তিক একটি প্রশাসন। ভিসি সালেহ হাসান নকীব সাধারণ শিক্ষার্থীদের রক্তের সঙ্গে প্রতারণা করে তথাকথিত ছাত্রনেতাদের ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানে চাঁদার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন কি না—আমরা সেই প্রশ্ন রাখছি। উপাচার্যকে ব্যাখ্যা দিতে হবে—তিনি শিক্ষার দায়িত্ব নিয়েছেন, না কি ছাত্রনেতাদের পকেট ভারী করার।”
ছাত্রদলের পক্ষ থেকে রাকসু নির্বাচন নিয়েও প্রশ্ন তোলা হয়। রাহী বলেন, “আমাদের ভদ্রতা ও আন্তরিকতাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন। রাকসু দখলের কোনো ষড়যন্ত্র হলে, শতশত শিক্ষার্থী জীবন দিয়ে তা প্রতিহত করবে।”
সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল উপাচার্যকে উদ্দেশ করে বলেন, “ছাত্রদলের সঙ্গে আলোচনা না করে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন, এটা সঠিক হয়নি। ছাত্রদের নিয়ে বসুন। একগুয়েমি করবেন না, তা হলে বিশ্ববিদ্যালয়ে টিকে থাকা কঠিন হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরদার জহুরুল। এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি সাকিলুর রহমান সোহাগ, সহসভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।