বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার এই শারীরিক অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। এ প্রেক্ষিতে আমিরের দ্রুত সুস্থতা কামনা করে দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ৩১ জুলাই বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ডা. শফিকুর রহমান শুধু সংগঠনের শীর্ষস্থানীয় নেতা নন, বরং দেশের বর্তমান বাস্তবতায় তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সুস্থতা এ মুহূর্তে দেশ ও জাতির জন্য অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরের আরোগ্য লাভের জন্য আমরা দেশের সর্বস্তরের জনগণ, দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং প্রবাসী ভাই-বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করি।