Top Header
Author BartaLive.com
তারিখ: ৩১ জুলাই ২০২৫, ০৮:৪১ অপরাহ্ণ

জামায়াত আমিরের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া কামনা

News Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার এই শারীরিক অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। এ প্রেক্ষিতে আমিরের দ্রুত সুস্থতা কামনা করে দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ৩১ জুলাই বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ডা. শফিকুর রহমান শুধু সংগঠনের শীর্ষস্থানীয় নেতা নন, বরং দেশের বর্তমান বাস্তবতায় তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সুস্থতা এ মুহূর্তে দেশ ও জাতির জন্য অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরের আরোগ্য লাভের জন্য আমরা দেশের সর্বস্তরের জনগণ, দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং প্রবাসী ভাই-বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করি।

Watermark