বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে দিয়ে বলেছেন, দেশে যে কোনো মুহূর্তে আবারও একটি এক-এগারোর পুনরাবৃত্তি ঘটতে পারে। “সবাইকে সতর্ক থাকতে হবে। আবারও আরেকটি এক এগারো ঘটে যাওয়া অস্বাভাবিক নয়,” বলেন তিনি।
৩১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনী ব্যবস্থা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
নির্বাচনে ‘পিআর পদ্ধতি’ বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলতে গিয়ে ফখরুল বলেন, “এটি একটি অলীক ধারণা। দেশের সাধারণ মানুষ এই পদ্ধতি বোঝে না।” তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল দেশের গণতন্ত্রকে বারবার বাধাগ্রস্ত করছে এবং এটিকে কার্যকর হতে দিতে চায় না। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করে তিনি বলেন, “শেখ মুজিবও গণতন্ত্র চালু রাখতে চাননি।”
ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, “আর দেরি করা ঠিক হবে না। যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয়, তাহলে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হতে পারে।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের চেতনা থেকে বাংলাদেশ আজ অনেক দূরে সরে গেছে। এখন আমরা জাতীয় ঐক্যের জন্য নয়, বরং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়ছি। তরুণ প্রজন্ম এখন রাজনীতির মাঠে নয়, চাঁদার চিঠি নিয়ে ব্যস্ত।”
বিএনপি সংস্কার চায় উল্লেখ করে তিনি বলেন, “সংক্ষেপে ও বাস্তবভিত্তিক সংস্কার সম্ভব। কিন্তু সরকার সংস্কারের কথা বলে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন অলীক প্রস্তাব হাজির করছে, যার মধ্যে একটি হচ্ছে পিআর পদ্ধতি।” তিনি অভিযোগ করেন, “দেশে এখনো একটি প্রভাবশালী মহল রয়েছে, যারা প্রকৃত গণতন্ত্র চায় না।”