Top Header
Author BartaLive.com
তারিখ: ৩ আগস্ট ২০২৫, ০৭:৫০ অপরাহ্ণ

নতুন বাংলাদেশ গড়ার ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির

News Image

জাতীয় নাগরিক পার্টির নতুন ইশতেহার ঘোষণার অনুষ্ঠান জনসমুদ্রে রূপ নেয়

আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার অনুষ্ঠান জনসমুদ্রে পরিণত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতা-কর্মী এই ঐতিহাসিক আয়োজন উপলক্ষে শহীদ মিনারে সমবেত হন।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ২৪ দফা সম্বলিত নতুন ইশতেহার ঘোষণা করেন। তাঁর নেতৃত্বে ঘোষিত এ ইশতেহারে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ও প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়।

১। নতুন সংবিধান  ও সেকেন্ড রিপাবলিক

২। জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার

৩। গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার

৪। ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার

৫। সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন

৬। জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

৭। গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার

৮। স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ

৯। সার্বজনীন স্বাস্থ্য

১০। জাতিগঠনে শিক্ষানীতি

১১। গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব

১২। ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্বার মর্যাদা

১৩। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন

১৪। মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি

১৫। তারুণ্য ও কর্মসংস্থান

১৬। বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি

১৭। টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব

১৮। শ্রমিক-কৃষকের অধিকার

১৯। জাতীয় সম্পদ ব্যবস্থাপনা

২০। নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা

২১। জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা

২২। প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার

২৩। বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি

২৪। জাতীয় প্রতিরক্ষা কৌশল

Watermark