‘সুড়ঙ্গ ২’ নিয়ে মুখ খুললেন তমা মির্জা
সিনেমা প্রেমীদের মাঝে অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে ‘সুড়ঙ্গ’-এর সিক্যুয়াল ‘সুড়ঙ্গ ২’। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী তমা মির্জা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘সুড়ঙ্গ ২’ আসছে এমন একটি ইঙ্গিত তিনি পেয়েছেন। তবে এখনও চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। কারণ, এই প্রজেক্ট নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালকের সঙ্গে তার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কথা হয়নি।
তমা বলেন, ‘‘সুড়ঙ্গ ২ নিয়ে আমাদের কিছু আভাস মিলেছে। সম্ভবত এটি খুব শিগগিরই আসবে। তবে এতে আমি থাকবো কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু বলার অবস্থায় এখনও নেই।’’
সুড়ঙ্গ সিনেমায় তমা মির্জা অভিনয় করেছিলেন ‘ময়না’ চরিত্রে, আর আফরান নিশো ছিলেন ‘মাসুদ’। চরিত্র দুটির বাস্তবতা নিয়েও মন্তব্য করেছেন তিনি।
তার ভাষায়, ‘‘আমি সবসময় বলি মাসুদরা কখনো ভালো হয় না, ময়নারাও ভালো হয় না। মাসুদ-ময়নারা আমাদের সমাজেই আছে। ময়নার মতো লোভী, হিসাবি মানুষ যেমন সমাজে আছে, তেমনি মাসুদের মতো সরল, ভালোবাসায় বিশ্বাসী কিন্তু প্রতারিত মানুষও রয়েছে। এসবই আমাদের বাস্তবতার প্রতিচ্ছবি।’’
তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমায়, যা গেল ঈদুল ফিতরে মুক্তি পায়। দেশ-বিদেশে ছবিটি ভালো ব্যবসা করেছে। তবে এরপর থেকে নতুন কোনো কাজের ঘোষণা দেননি তিনি।