Top Header
Author BartaLive.com
তারিখ: ৪ আগস্ট ২০২৫, ০৯:৫২ অপরাহ্ণ

আশার নামে বিশ্বাস ভাঙা হয়েছে, মানুষ হতাশ: নুরুল হক নুর

News Image

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যারা এক সময় মানুষকে স্বপ্ন দেখিয়েছিল, ৫ আগস্টের পর তারাই সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে। ৪ আগস্ট, সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে “জুলাইয়ের প্রতিশ্রুতি : প্রত্যাশা বনাম বাস্তবতা” শীর্ষক এক প্রবন্ধ লেখনি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, ৩ আগস্টের ঘোষণার আগেও দেশের রাজনৈতিক পরিস্থিতিতে দুটি পক্ষ সুস্পষ্টভাবে দাঁড়িয়ে গিয়েছিল, গণতন্ত্র এবং ফ্যাসিবাদ। তখন মানুষ আশাবাদী হয়েছিল যে, ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এমন এক ব্যবস্থা, যেখানে থাকবে নাগরিকের অধিকার ও মর্যাদা, আর থাকবে না শেখ হাসিনার ১৬ বছরের মতো দানবীয় শাসন।

তিনি বলেন, ৩ আগস্টের ঘোষণাতেও ছিল ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলুপ্তির অঙ্গীকার এবং একটি রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে অগ্রসর হওয়ার ঘোষণা। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে তারাই, যারা এই প্রতিশ্রুতি দিয়েছিল। ১১ মাসে আন্দোলনের ধারাবাহিকতায় মানুষের মাঝে তৈরি হয়েছে গভীর হতাশা। আজ রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এই হতাশা দৃশ্যমান।

নুর আরও বলেন, যারা অভ্যুত্থানের স্পিরিট বা চেতনার কথা বলে নিজেদের প্ল্যাটফর্ম গড়েছে, তাদের আচরণও এখন আওয়ামী লীগের মতো হয়ে উঠেছে। আমরা অতীতে দেখেছি, আওয়ামী লীগের সময় রাজনৈতিক পরিচয়ের সুযোগে একটি শ্রেণি জবাবদিহিতার ঊর্ধ্বে থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন-পীড়ন চালিয়েছে, সম্পদ দখল করেছে, মানুষকে জিম্মি করেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, অভ্যুত্থানের পর যারা স্পিরিট এর কথা বলে পথচলা শুরু করেছে, তারাও এখন সেই একই পথে হাঁটছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সভাপতি ইকবাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাকিল উজ্জামান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, শহীদ শ্রাবণ গাজীর পিতা মান্নান গাজী এবং শহীদ আলিফ আহম্মদ সিয়ামের পিতা বুলবুল কবীর।

Watermark