Top Header
Author BartaLive.com
তারিখ: ৪ আগস্ট ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ

রুশ তেল আমদানির কারণে ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

News Image

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কেনার অভিযোগ তুলে ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রাম্প লেখেন, “ভারত বিপুল পরিমাণে রুশ তেল কিনছে এবং এর একটি বড় অংশ আবার খোলা বাজারে বিক্রি করে বিপুল মুনাফা করছে। তারা পাত্তা দিচ্ছে না ইউক্রেনে কত মানুষ রুশ যুদ্ধযন্ত্রে মারা পড়ছে। এই কারণেই আমি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে বাড়াব।”

এর আগে ভারতীয় রিফাইনারিগুলো রুশ তেল কেনা বন্ধ করেছে এমন একটি সংবাদে সাড়া দিয়ে ট্রাম্প তাদের প্রশংসা করেছিলেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে ওই সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করা হয়।

সরকারি সূত্র জানায়, ভারতের জ্বালানি আমদানির নীতি বাজার পরিস্থিতি এবং জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয়। “রুশ তেল আমদানি বন্ধের কোনো সিদ্ধান্ত বা তথ্য আমাদের কাছে নেই,” বলে জানায় সূত্রটি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জৈসওয়াল বলেন, “রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের, সুদৃঢ় ও পরীক্ষিত। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে বলেই আমরা আশাবাদী।”

ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত কিছু জরিমানাও আরোপ করেছে। এই শুল্ক কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্র ভারতের রুশ তেল আমদানি অব্যাহত রাখা এবং বহুদিন ধরে চলা বাণিজ্য বাধাকে এ সিদ্ধান্তের পেছনের মূল কারণ হিসেবে উল্লেখ করেছে।

Watermark