জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত রোগমুক্তি কামনায় তিন দেশের কূটনীতিকরা ফুল ও শুভেচ্ছা পাঠিয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মাদ ওয়াসিফ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান এই শুভেচ্ছা জানান।
সোমবার (৪ আগস্ট) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রদূতরা জামায়াত আমিরের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্রদূতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, তাদের এই সৌজন্যতা ও আন্তরিকতা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।