Top Header
Author BartaLive.com
তারিখ: ৫ আগস্ট ২০২৫, ০২:৪১ অপরাহ্ণ

ছাত্রের মাকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক, স্বামীর অভিযোগ-তাবিজ করে নিয়ে গেছেন

News Image

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জুনিয়র মৌলভি হাসনাইন মৃধা (২৫)। সোমবার ৪ আগস্ট সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

অভিযুক্ত শিক্ষক উপজেলার সদর ইউনিয়নের রুকন্দি গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ মৃধার ছেলে। স্থানীয়রা জানান, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলেন এবং পরবর্তীতে টাকাপয়সা ও স্বর্ণালংকারের লোভে নিয়ে পালিয়ে যান।

ভুক্তভোগী স্বামী জিয়া উদ্দিন দাবি করেছেন, অভিযুক্ত শিক্ষক তার ছোট ছেলে জিহাদকে প্রাইভেট পড়াতেন। সেই সুযোগে তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে প্রেমের সম্পর্ক তৈরি করেন। তিনি আরও অভিযোগ করেন, হাসনাইন শুধু শিক্ষকই নন, তিনি তাবিজ-কবচের ব্যবসাও করেন। কুফরি করে আমার স্ত্রীকে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন জিয়া উদ্দিন।

তিনি জানান, তার স্ত্রী কোথায় আছেন, কী অবস্থায় আছেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না। আমার দুই ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে, ছোট ছেলে মাদ্রাসায়। স্ত্রী তাদের রেখেই চলে গেছে বলে জানান তিনি। ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও আদালতে অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

অভিযুক্ত হাসনাইন মৃধার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ছাড়া তার পরিবারের সদস্যরাও বাড়ি তালাবদ্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করেনি। তবে গত ১ জুন হাসনাইন স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে আবেদন করে, যা আমরা গ্রহণ করেছি। বর্তমানে তিনি আমাদের মাদ্রাসার শিক্ষক নন।

মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসাইন বলেন, প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর ব্যাপারে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবে প্রবাসীর বড় ছেলে একটি সাধারণ ডায়েরি করেছে, যাতে বলা হয়েছে তার মা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

Watermark