কক্সবাজারের একটি হোটেলে যুক্তরাষ্ট্রের ঢাকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা।
তবে এই বৈঠকের কথা পুরোপুরি অস্বীকার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “বৈঠক নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর।”
এনসিপির একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, বর্তমানে দলটির কয়েকজন নেতা কক্সবাজারে অবস্থান করলেও এটি কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ নয়, বরং একান্ত ব্যক্তিগত সফর।