ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২০২৪ সালের ২৪ জুলাই অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ দুই বীর সন্তানের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
দিনটির শুরুতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল হয় বীর শহীদ মো. ইসমাইল হোসেনের কবরস্থানে, যেটি বাঞ্ছারামপুর পৌরসভার নতুনহাটি গ্রামে অবস্থিত। এরপর দড়িকান্দি ইউনিয়নের গোকলনগর গ্রামে শহীদ আশিকুর রহমানের কবরেও একইভাবে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত সকলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এই আয়োজনে অংশ নেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা এবং বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য ও পাহাড়িয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এনামুল হক, আইয়ুবপুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা জাকারিয়া, উজানচর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ আলী লিটন মিয়া এবং সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো. আবু কাউছারসহ আরও অনেকে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ২৪ জুলাইয়ের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন বাঞ্ছারামপুরের দুই সূর্যসন্তান গোকলনগরের আশিকুর রহমান ও নতুনহাটির ইসমাইল হোসেন। তাঁদের আত্মত্যাগের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠান নতুন প্রজন্মকে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।