Top Header
Author BartaLive.com
তারিখ: ৫ আগস্ট ২০২৫, ০৭:৫১ অপরাহ্ণ

বৃষ্টিকে ‘আল্লাহর রহমত’ বললেন প্রধান উপদেষ্টা ইউনূস, বৃষ্টির মধ্যেই পড়লেন জুলাই ঘোষণাপত্র

News Image

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে বৃষ্টিকে ‘আল্লাহর রহমত’ হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হওয়ার কিছু সময় পর বৃষ্টি নামলে বক্তব্যে ড. ইউনূস বলেন, ‘আল্লাহর রহমত হচ্ছে। সেই রহমত সঙ্গে নিয়েই আমি এই ঐতিহাসিক ঘোষণা পাঠ করছি।’ তার এ কথায় উপস্থিত অনেকেই করতালির মাধ্যমে সমর্থন জানান।

বৃষ্টিপাত চললেও অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা ছাতা হাতে কিংবা ভিজেই দৃঢ়ভাবে অবস্থান নেন। আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও অনুষ্ঠানটি বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বিকেল ৫টা ২২ মিনিটে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ শুরু করেন। এ সময় মঞ্চের দুই পাশে অভ্যুত্থান-সংহত রাজনৈতিক জোটের শীর্ষ নেতারা অবস্থান করছিলেন।

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন-
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর,
নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
এবং সংহতি আন্দোলনের জোনায়েদ সাকি।

এছাড়াও অভ্যুত্থান-সংহত রাজনৈতিক জোটের আরও অনেক শীর্ষ নেতা এ সময় উপস্থিত ছিলেন।

 

Watermark