খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে তিন যুবককে টর্চার সেলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণের অর্থ ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার ৫ আগস্ট রূপগঞ্জের পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় একটি টর্চার সেলে তিন যুবককে আটকে রেখে নির্যাতন চালান মাসুদ। তিনি নিজেকে এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচয় দিয়ে টানা নির্যাতন করেন এবং মুক্তিপণ আদায় করেন। নির্যাতনের শিকার তিন যুবক পরদিন অভিযোগ করলে সেনাবাহিনী সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে তার কাছ থেকে মুক্তিপণের টাকা এবং মাদক উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থার জন্য খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়।
পূর্বাচল আর্মি ক্যাম্পের এক কর্মকর্তা জানান, মাসুদ ভুক্তভোগী তিন যুবককে সারারাত টর্চার সেলে আটকে রাখেন এবং সকালে ২ লাখ ৩০ হাজার টাকা আদায় করার পর ছেড়ে দেন। পরে ওই তিনজন সেনা ক্যাম্পে এসে লিখিত অভিযোগ দিলে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, এর আগেও মাসুদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে তাকে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা একই অভিযোগে গ্রেপ্তার করেছিলেন। জামিনে ছাড়া পাওয়ার পর তিনি আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন।