Top Header
Author BartaLive.com
তারিখ: ৫ আগস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ণ

পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রে, কক্সবাজারে বৈঠকের খবর গুজব

News Image

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে অবস্থান করছেন ওয়াশিংটন ডিসিতে। মঙ্গলবার ৫ আগস্ট ওয়াশিংটনের একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে পিটার হাসকে ঘিরে একটি গুঞ্জনের সৃষ্টি হয়, যখন ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কয়েকজন কেন্দ্রীয় নেতা হঠাৎ কক্সবাজারে যান। তাদের এই সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়, যা আরও জোরালো হয় পিটার হাসের সঙ্গে ওই নেতাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়লে।

দেশের কয়েকটি টেলিভিশন প্রতিবেদনে দাবি করা হয়, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করতেই এনসিপির নেতারা কক্সবাজারে গিয়েছেন। তবে এনসিপি এই দাবি সাফ প্রত্যাখ্যান করেছে। দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী এটিকে “টোটালি গুজব” এবং “মিস ইনফরমেশন” হিসেবে উল্লেখ করে বলেন, কক্সবাজার সফর ছিল সম্পূর্ণভাবে ব্যক্তিগত ও ভ্রমণকেন্দ্রিক।

এদিকে কক্সবাজারের হোটেল সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন, তাদের হোটেলে পিটার হাস তো দূরের কথা, কোনো বিদেশি অতিথিই অবস্থান করছেন না। ফলে সেখানে কোনো বৈঠকের প্রশ্নই ওঠে না।

উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন।

Watermark