Top Header
Author BartaLive.com
তারিখ: ৬ আগস্ট ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ণ

দলকে না জানিয়ে কক্সবাজার সফর, এনসিপির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

News Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বের অনুমতি ছাড়াই কক্সবাজারে ব্যক্তিগত সফরে যাওয়ায় দলের পাঁচ শীর্ষ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কেন্দ্রীয় দপ্তর। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এই নির্দেশনা পাঠানো হয়। সংশ্লিষ্ট চিঠিগুলো এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া পাঁচ কেন্দ্রীয় নেতা হলেন—

চিঠিতে উল্লেখ করা হয়, “গত ৫ আগস্ট, জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী এবং একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলের পাঁচজন কেন্দ্রীয় নেতা ব্যক্তিগত উদ্যোগে কক্সবাজার সফর করেছেন। কিন্তু এই সফরের বিষয়ে দলের রাজনৈতিক পর্ষদ কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীল কাউকে পূর্বে কিছু জানানো হয়নি।”

চিঠিতে আরও বলা হয়, “এই সিদ্ধান্তের পেছনে আপনার ব্যক্তিগত মত, প্রেক্ষাপট এবং দলের প্রতি দায়বদ্ধতার বিষয়টি স্পষ্ট করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।”

এনসিপি সূত্র জানায়, ঘটনার গুরুত্বের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Watermark