Top Header
Author BartaLive.com
তারিখ: ৬ আগস্ট ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ণ

শিবিরের ‘স্মার্ট মুভ’; এবার শিবিরের ফ্রেমে খালেদা জিয়া

News Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ইসলামী ছাত্রশিবিরের প্রদর্শনী থেকে জামায়াতের শীর্ষ নেতাদের ছবি সরিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যসহ নতুন কনটেন্ট যুক্ত করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সরেজমিনে টিএসসিতে গিয়ে দেখা যায়, পূর্বে যেসব ফ্রেমে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার ছবি ছিল, সেই স্থানেই বর্তমানে ব্যাখ্যাসহ বিভিন্ন ঐতিহাসিক বক্তব্য, আন্তর্জাতিক আইনবিদের মন্তব্য এবং কথিত ‘ভুয়া সাক্ষী’ ও এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জবানবন্দি প্রদর্শন করা হয়েছে।

প্রদর্শিত বক্তব্যগুলোর মধ্যে রয়েছে ২০১১ সালের ২০ অক্টোবর বেগম খালেদা জিয়ার একটি রাজনৈতিক ভাষণ থেকে নেওয়া অংশ, যেখানে তিনি বলেন:
“নিজামী, মুজাহিদ, দেলোয়ার হোসেন সাঈদী, কামারুজ্জামান, কাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। তারা স্বাধীনতাবিরোধী নয়, বরং আওয়ামী লীগই স্বাধীনতাবিরোধী শক্তি।”

প্রদর্শনীতে স্থান পেয়েছে অস্ট্রেলিয়ান-ব্রিটিশ মানবাধিকার আইনজীবী জিওফ্রে রবার্টসনের একটি মন্তব্যও, যেখানে বলা হয়েছে,
“আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল জনগণের ক্ষোভ মেটাতে। এটি ছিল ‘এক প্রকার ছদ্মবিচার’, ন্যায়বিচার নয়।”

বিকেল ৪টার দিকে প্রদর্শনীতে উপস্থিত ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম ফরহাদ সাংবাদিকদের বলেন, “আমরা কাউকে অপমান বা উসকানি দিতে নয়, সত্য তুলে ধরতেই এই প্রদর্শনী করছি। খালেদা জিয়ার ছবিটি জেদের বসে নয়, বরং তার উক্তি প্রাসঙ্গিক বলে প্রদর্শিত হয়েছে। সাকা চৌধুরীর ছবি প্রদর্শনের জন্য তার ছেলে আমাদের ধন্যবাদ জানিয়েছেন।”

ছাত্রদলের কিছু অংশের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রদলের একটা বামঘেঁষা অংশ আমাদের ওপর ভর করার চেষ্টা করছে। যেভাবে আগে তারা আওয়ামী লীগের ওপর ভর করে আন্দোলনের ক্ষতি করেছে, এবারও যেন সেই ভুল না করে ছাত্রদল আমরা সে বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানাই।”

এদিকে ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র শরীফ ওসমান হাদী তার ফেসবুক পোস্টে মন্তব্য করেন, “রিয়্যাকশনের বদলে শিবির একটি স্মার্ট মুভ করেছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রদর্শনীতে জামায়াতের যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত নেতাদের ছবি অপসারণের পর ছাত্রশিবিরের পক্ষ থেকে এ কনটেন্ট পরিবর্তন করা হয়।

 

Watermark