Top Header
Author BartaLive.com
তারিখ: ৭ আগস্ট ২০২৫, ০৩:২৩ অপরাহ্ণ

নিষিদ্ধ ছাত্রলীগের সাথে ‘গোপন বৈঠক’: মেজর সাদিকুলের স্ত্রী জাফরিন ৫ দিনের রিমান্ডে

News Image

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সুমাইয়া জাফরিন সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হকের স্ত্রী।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে অবস্থিত কে বি কনভেনশন সেন্টারে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ একটি গোপন বৈঠকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার (৬ আগস্ট) তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সুমাইয়ার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পরে তাঁকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি রেস্তোরাঁ থেকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়।

ঘটনাটি ঘিরে ঢাকার ভাটারা থানায় ১৩ জুলাই একটি মামলা করে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, ৮ জুলাই বসুন্ধরাসংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ প্রায় ৩০০-৪০০ জন অংশ নেন। বৈঠকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশ থেকে লোকজন ঢাকায় এসে শাহবাগ মোড় দখল করে অস্থিতিশীলতা সৃষ্টি করবেন। উদ্দেশ্য ছিল, আতঙ্ক ছড়িয়ে দিয়ে দেশে শেখ হাসিনার পুনঃপ্রত্যাবর্তন নিশ্চিত করা।

এ ঘটনায় মেজর সাদিকুল হকও জড়িত থাকার অভিযোগে সেনা হেফাজতে রয়েছেন। সেনাসদরের পক্ষ থেকে জানানো হয়, ১৭ জুলাই তাঁকে রাজধানীর উত্তরা থেকে আটক করে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, তাঁর বিরুদ্ধে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

এদিকে সুমাইয়ার রিমান্ড চেয়ে পুলিশ আদালতে সাত দিনের আবেদন করে। অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের অনুরোধ জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Watermark