Top Header
Author BartaLive.com
তারিখ: ৭ আগস্ট ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ণ

স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

News Image

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে। সংঘর্ষে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেও দুই পক্ষ ফের মারামারিতে জড়ায়।

জানা গেছে, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে জামায়াত সমর্থিত প্রার্থী জহুরুল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকেই স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিদ্যালয়ের কমিটি বিষয়ক এক সভার সময় সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে জামায়াতের ৯ জন এবং বিএনপির ৬ জন নেতাকর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রায় চার মাস আগে স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। নতুন করে সংঘর্ষের ঘটনায় যে পক্ষ কমিটিকে মানতে নারাজ, তারাই মূলত হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

Watermark