Top Header
Author BartaLive.com
তারিখ: ৭ আগস্ট ২০২৫, ০৫:২৪ অপরাহ্ণ

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রবেশ অভিযোগে; এক মণ দুধ বিএনপির কার্যালয় পবিত্র করেছে ছাত্রদল

News Image

গাজীপুরের কালিয়াকৈরে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি হিসেবে এক মণ দুধ দিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ধুয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের প্রবেশ করানো হয়েছে এমন অভিযোগ তুলে তারা এই কর্মসূচি পালন করেন।

ঘটনাটি ঘটেছে বুধবার ৬ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে। ঘটনার ভিডিও পরদিন বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় নানা আলোচনা।

ছাত্রদল নেতাদের অভিযোগ, ৫ আগস্ট ছিল গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে বিএনপির একটি পক্ষ কিছু সাবেক আওয়ামী লীগপন্থী ব্যক্তিকে নিয়ে পার্টি অফিসে প্রবেশ করেন। এতে গণঅভ্যুত্থান দিবসের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে দাবি তুলে প্রতিবাদে তারা পার্টি অফিস পরিষ্কার করেন।

কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা বালতিতে করে মগে দুধ নিয়ে অফিসের মেঝে পরিষ্কার করছেন। তারা জানান, এটি প্রতীকী শুদ্ধি অভিযানের অংশ। এ সময় কেউ কেউ বলেন, নব্য বিএনপির লোকজন আওয়ামী লীগ ও যুবদলের লোকদের এনে দলীয় অফিস কলঙ্কিত করেছেন।

ঘটনার বিষয়ে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার সকালে আমরা দোয়া মাহফিল শেষ করে চলে যাই। পরে জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী দলীয় কার্যালয়ে আসেন। তার সঙ্গে যারা ছিলেন, তারা অনেকেই আগে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই অপবিত্রতা দূর করতেই আমরা এক মণ দুধ দিয়ে কার্যালয় ধুয়ে দিয়েছি।

অভিযোগের জবাবে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, কিছু ছেলেপেলে দুধ দিয়ে অফিস ধুয়ে ভিডিও করেছে, ওরা কারা, কী করেছে, সেটা বড় বিষয় নয়। আমরা যাদের নিয়ে নতুন কমিটি করেছি, তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত।

Watermark