বাংলাদেশে ইসলাম, কোরআন ও সুন্নাহর বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো আইন হলে তা বাস্তবায়ন সম্ভব হয় না।
বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। রাজধানীর মহাখালীর গাউসুল আজম জামে মসজিদ কমপ্লেক্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক-এটাই বিএনপির প্রত্যাশা। তবে এই শিক্ষাঙ্গনকে নির্দিষ্ট কোনো দলীয় রাজনীতির প্ল্যাটফর্মে পরিণত করার পক্ষপাতী নই।’
তিনি আরও বলেন, ‘যদি সব মতাদর্শের মানুষের সঙ্গে আলোচনা করে আইন প্রণয়ন করা হয়, তবে সেই আইন বাস্তবায়ন করা সম্ভব হয়। কিন্তু একটি বড় জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করে যদি কোনো আইন প্রণয়ন করা হয়, তাহলে সেটি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে।’
সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপি ইতোমধ্যেই দেশের রাজনৈতিক, অরাজনৈতিক ও ইসলামপন্থি সব পক্ষের সঙ্গে আলোচনা করেছে। ‘হেফাজতে ইসলামের নায়েবের সঙ্গে দেখা করেছি, হাটহাজারী মাদ্রাসায় গিয়েছি, শর্ষিনার পীরের সঙ্গে এবং আলিয়া লাইনের মুরুব্বি ও নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছি।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই-বাংলাদেশের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে এমন একটি পথনির্দেশ তৈরি করা, যাতে বিভাজন না থাকে, দেশ চলে জনগণের মতামতের ভিত্তিতে।’