গাজীপুরে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের হাতে নিহত হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে ধারালো দেশি অস্ত্র হাতে চিহ্নিত ছিনতাইকারীরা এক ব্যক্তিকে ধাওয়া করছিল। তুহিন মোবাইল ফোনে সেই দৃশ্য ভিডিও করছিলেন। এ সময় তারা তুহিনকে লক্ষ্য করে ধাওয়া করে, কাছাকাছি এক চায়ের দোকানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
সাংবাদিক শামীম হোসেন, যিনি তুহিনের সঙ্গে ছিলেন, বলেন “আমরা হাঁটছিলাম, হঠাৎ দেখি এক নারী ও এক পুরুষের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। কয়েকজন অস্ত্রধারী এসে ওই পুরুষকে কোপানোর চেষ্টা করে, তিনি দৌড়ে পালিয়ে যান। তুহিন মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেন এবং তাদের পেছনে দৌড়ান। কিছুক্ষণ পর দেখি তুহিন চায়ের দোকানে ঢুকেছেন, আর অস্ত্রধারীরা সেখানেই ঢুকে তাকে কুপিয়ে ফেলে।”
পরে জানা যায়, ধস্তাধস্তিতে জড়িত ওই পুরুষের নাম বাদশা মিয়া। তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং অভিযোগ করেছেন “ওই মেয়েসহ একটি চক্র আমার কাছ থেকে টাকা নিয়েছে।”
পুলিশ সূত্র বলছে, বাসন, ভোগরা ও চান্দনা চৌরাস্তা এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল সক্রিয়, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সিসিটিভিতে দেখা নারীও চক্রের সদস্য হতে পারেন। এ চক্র বিভিন্ন ফাঁদ পেতে ছিনতাই করে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।