Top Header
Author BartaLive.com
তারিখ: ৮ আগস্ট ২০২৫, ০৪:২১ অপরাহ্ণ

আইসিইউতে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

News Image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গুরুতর অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র ও তার স্ত্রী আয়েশা সুলতানা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মোশাররফ হোসেন। পরদিন (৫ আগস্ট) মধ্যরাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কারাগারের হাসপাতাল থেকে দ্রুত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। শারীরিক জটিলতার কারণে ভর্তি হওয়ার পরই তাকে আইসিইউতে রাখা হয়।

তার স্ত্রী আয়েশা সুলতানা বলেন, “তার অবস্থা গুরুতর। দ্রুত জামিন ও উন্নত চিকিৎসার জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি।”

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে। পরে আদালতে হাজির করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Watermark