Top Header
Author BartaLive.com
তারিখ: ৮ আগস্ট ২০২৫, ০৫:২৯ অপরাহ্ণ

পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা

News Image

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। তৃষ্ণা রানী করেছেন হ্যাটট্রিক। এছাড়া একটি করে গোল এসেছে সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মোসাম্মত সাগরিকা ও মুনকি আক্তারের পা থেকে।

ম্যাচের প্রথম ১৫ মিনিটে গোলের দেখা না পেলেও ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে নিখুঁত হেডে প্রথম গোল করেন শিখা। ৩৩ মিনিটে শান্তি মার্ডির নেওয়া কর্নার সরাসরি পোস্টে লেগে জালে ঢুকে ‘অলিম্পিক গোল’-এ ব্যবধান দ্বিগুণ হয়। তিন মিনিট পর আবারও মার্ডির কর্নার, এবার নবীরণ খাতুনের মাথায় লেগে স্কোর হয় ৩-০। প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার পাস থেকে আলতো শটে তৃষ্ণা করেন চতুর্থ গোল।

বিরতির পর পুরো খেলায় নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। ৫৭ মিনিটে গোলমুখে জটলা থেকে শিখার শট ফিরিয়ে দেন পূর্ব তিমুরের গোলকিপার, তবে ফিরতি বল জালে পাঠিয়ে তৃষ্ণা নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন। ৭৩ মিনিটে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে একক প্রচেষ্টায় গোল করেন সাগরিকা। ৮২ মিনিটে সাগরিকার বাড়ানো বল জালে ঠেলে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। শেষ মুহূর্তে মুনকি করেন অষ্টম গোল।

গত মাসে মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবার অনূর্ধ্ব-২০ দলও লিখতে পারে নতুন ইতিহাস। ‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ এখন পরপর দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। শীর্ষে থাকলে সরাসরি মূল পর্বে উঠবে দলটি, দ্বিতীয় হলেও থাকবে আশা—কারণ সেরা তিন গ্রুপ রানার্সআপও থাইল্যান্ডে মূল পর্বে খেলবে।

বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষিণ কোরিয়া, যারা প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে হারিয়েছে ৯-০ গোলে। গ্রুপের শেষ ম্যাচে আগামী রোববার তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।

Watermark