পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার যৌথ বাহিনী পিরোজপুর শহরের ‘বিলাস’ আবাসিক হোটেল থেকে তাকে আটক করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বালু ব্যবসায়ী জুয়েল শেখের দায়ের করা মামলায় মারুফকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় মারুফসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, শহরের বলেশ্বর ব্রিজ সংলগ্ন বালু ব্যবসায়ী জুয়েল শেখ ও তার সহযোগী রিপনের কাছে কয়েক দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন মারুফ। চাঁদা দিতে অস্বীকার করায় তিনি তাদের মারধর ও খুন-জখমের হুমকি দেন। বিষয়টি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয়দের জানালে মারুফ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
গত ৫ আগস্ট দুপুরে মারুফের নেতৃত্বে মিরন ও মিলনসহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি (চাইনিজ কুড়াল, দা, লাঠি, হকস্টিক, লোহার রড ইত্যাদি) নিয়ে বলেশ্বর ব্রিজ সংলগ্ন মেসার্স রুমু এন্টারপ্রাইজ অফিসের সামনে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মারুফ হকস্টিক দিয়ে জুয়েলকে পেটান। রিপন বাধা দিলে তাকেও মারধর করা হয়। জুয়েল দৌড়ে অফিসে ঢুকলে হামলাকারীরা ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তাকে হাত-পা বেঁধে বেদম মারধর করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মারুফের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। একই বছরের ১০ আগস্ট কেন্দ্রীয় যুবদল তাকে দল থেকে বহিষ্কার করে।