Top Header
Author BartaLive.com
তারিখ: ৯ আগস্ট ২০২৫, ০১:১৬ অপরাহ্ণ

মায়ের গায়ে হাত তোলায় নীলফামারীতে ছেলেকে তিন মাসের জেল

News Image

নীলফামারীর কিশোরগঞ্জে মায়ের গায়ে হাত তোলার দায়ে গোলাম রব্বানী (২৮) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণ রাজিব মণ্ডলপাড়া গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অনলাইন ক্যাসিনো জুয়ায় আসক্ত রব্বানী প্রায়ই জুয়ায় হেরে বাড়ির জিনিসপত্র বিক্রি করতেন। এতে বাবা-মা আপত্তি জানালে তিনি তাদের মারধর ও ভয়ভীতি দেখাতেন।

শুক্রবার তিনি বাড়ির একটি গরু বিক্রি করলে মা শাসন করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে রব্বানী মায়ের গায়ে হাত তোলেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইউএনও প্রীতম সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন। তিনি জানান, ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৫৫ ধারায় গোলাম রব্বানীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।

Watermark