আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট শাসকের শেষ পরিণতি মৃত্যু বা পলায়ন; শেখ হাসিনার ক্ষেত্রেও সেই পরিণতিই ঘটেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর সিভিল রাইটস আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের বৈধতা ও আইনগত মর্যাদা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি এ এফ এম আব্দুর রহমান।
মাহমুদুর রহমান বলেন, চলমান সংস্কারের প্রস্তাবিত সিদ্ধান্তগুলোর মধ্যে ১০ বছরের বেশি সময় কেউ প্রধানমন্ত্রী না থাকার বিধান অত্যন্ত অর্থবহ। বিগত সময়ে সংবিধান এমনভাবে সাজানো হয়েছিল যে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছিলেন, যা তাকে ফ্যাসিস্টে পরিণত করেছে। “যে কেউ আমৃত্যু ক্ষমতায় থাকলে ফ্যাসিস্ট হয়ে ওঠা অনিবার্য,” বলেন তিনি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে বিতর্কের সুযোগ নেই, কারণ এই সরকার তরুণদের রক্তের বিনিময়ে এক বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে সরকারের বিদায় শুভ হবে না। দিল্লি থেকে নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ভারতের প্রতি সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “ড. ইউনূস মোদির চোখে চোখ রেখে সরাসরি হাসিনাকে ফেরত চেয়েছেন এটি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে পরিষ্কার অবস্থান।” তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ থাকলে ভারতের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।
স্বচ্ছ নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে মাহমুদুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত করতে হবে। সরকার ও রাজনৈতিক দলগুলো আন্তরিক হলে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।