Top Header
Author BartaLive.com
তারিখ: ৯ আগস্ট ২০২৫, ০৭:০৯ অপরাহ্ণ

নেশার টাকা জোগাতে নিজের তিন মাসের কন্যা শিশুকে বিক্রি

News Image

চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা জোগাতে নিজের তিন মাসের কন্যা শিশুকে বিক্রির অভিযোগে এক বাবাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার আধুনগর মছদিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

অভিযুক্ত বাবা মিরাজ হোসেন (২৫) দুই বছর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বদ্দানঝিরি আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে বিয়ে করেন। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান জান্নাতুল মাওয়া মিমহা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মিরাজ নেশার খরচ মেটাতে নিজের সন্তানকে বিক্রি করে দেন।

শিশুর মা আসমাউল হোসনা জানান, স্বামী নিয়মিত মাদক সেবন করতেন এবং প্রতিবাদ করলেই শারীরিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে সন্তানকে বিক্রি করে দেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেয়। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Watermark