মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করেছেন চার নেতা। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন-উপজেলার যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সমন্বয় কমিটির সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা বলেন, দেশের কল্যাণ ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা শুরুতে শিবচর উপজেলার কর্মী হিসেবে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হয়েছিলেন। পরে সংগঠনটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে পরিচিতি পেলে তারা স্বয়ংক্রিয়ভাবে দলে অন্তর্ভুক্ত হন। রাজনৈতিক পরিবার থেকে না আসা সত্ত্বেও কোটা আন্দোলনসহ বিভিন্ন সময়ের গণআন্দোলনে অংশ নিয়েছেন তারা।
তাদের অভিযোগ, বর্তমানে শিবচর থানার দল পরিচালনার দায়িত্ব অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের হাতে ন্যস্ত হয়েছে। এসব নেতৃত্বে আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতার অভাব থাকায় প্রকৃত ও ত্যাগী কর্মীরা মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন বা টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।
ব্যক্তিগত ও পারিবারিক চাপে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় এবং দলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে হতাশ হয়ে তারা সজ্ঞানে ও স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। পদত্যাগের পর তারা এখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন।
শেষে শিবচরবাসী ও দলের সহকর্মীদের কাছে সম্ভাব্য কোনো অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন তারা।