অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশের অবস্থা আরও খারাপ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে।”
শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এ আয়োজন করা হয়।
মির্জা আব্বাস বলেন, “অনেক কিছু আছে বলার মতো, কিন্তু আমার এই অবস্থান থেকে সব বলতে পারছি না। দেশের ক্ষতি, আত্মসাৎ, লুট-সবকিছুর প্রমাণসহ তথ্য আমার কাছে আছে, কিন্তু এখনই প্রকাশ করতে চাই না।”
তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতায় বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। “যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি; সেখানেই বিএনপির নাম বলা হচ্ছে। জনগণের সামনে বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, আমরা বিষয়টি ভালোভাবেই বুঝি।”
বিএনপির এই নেতা বলেন, “৩৬ দিনের আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এমন কথা অনেকেই বলেন। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, ১৯৭১ সালে, লাখো শহিদের প্রাণের বিনিময়ে।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক বা অন্য কেউ হোক, তাদের বিচার জরুরি।”
আলোচনা সভায় জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল উদ্দীন, গণ অভ্যুত্থানে শহিদ মিরাজের বাবা আব্দুর রব মিয়াসহ অন্যান্যরা বক্তব্য দেন। আলোচনা শেষে জাসাসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।