Top Header
Author BartaLive.com
তারিখ: ১০ আগস্ট ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ণ

নিহত শিশুর গোসলের সময় গলায় দাগ, হত্যার সন্দেহে সৎমা আটক

News Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে তিন বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম সুমাইয়া আক্তার।

রোববার বেলা পৌনে দুইটার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ইউনিয়নের খানপুর গ্রামের চাপরাশি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির সৎমা শিউলী আক্তার (২৪) কে আটক করেছে পুলিশ।

নিহতের চাচা সাইফুল ইসলাম জানান, তাঁর ভাই ফয়সাল আহমেদ সৌদি আরব প্রবাসী। দুই বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ফয়সাল শিউলী আক্তারকে বিয়ে করেন। সুমাইয়া তাঁর প্রথম স্ত্রীর মেয়ে। বিদেশে যাওয়ার আগে ফয়সাল চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় স্ত্রী ও মেয়ের জন্য একটি বাসা ভাড়া করেন।

সাইফুলের ভাষ্য, শিউলীর দাবি অনুযায়ী, কয়েক দিন ধরে সুমাইয়া অসুস্থ ছিল। গতকাল দুপুরে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। বিকেল পাঁচটার দিকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, প্রায় আধা ঘণ্টা আগেই শিশুটি মারা গেছে।

শিশুর মৃত্যুর পর লাশ গ্রামের বাড়িতে আনা হয়। আজ সকালে গোসল করানোর সময় স্বজনেরা গলায় দাগ দেখতে পান। এরপর ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে মরাদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত বেগমগঞ্জ থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, সুরতহাল করার সময় মৃতদেহের ডান কানের গোড়ায় কালো দাগ দেখা গেছে, তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়ে থাকতে পারে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Watermark