Top Header
Author BartaLive.com
তারিখ: ১০ আগস্ট ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ণ

তোমার তো পা ভাঙা’, তাহলে তো আর কাজ পাব না!- আফরান নিশো

News Image

প্রথম সিনেমাতেই দর্শকদের মনে দাগ কেটে দিয়েছিলেন আফরান নিশো। তবে সেই সাফল্যের পর প্রায় এক বছর ছিলেন লোকচক্ষুর আড়ালে। পরে শিহাব শাহিনের দাগী ছবির মাধ্যমে ফের বড় পর্দায় আসেন তিনি। সর্বশেষ ঈদুল আজহায় তাণ্ডব সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যায় তাকে, যেখানে তিনি সুড়ঙ্গ ২-এর ইঙ্গিত দেন। এরপর থেকেই ভক্তদের মধ্যে জোর গুঞ্জন-কবে আসছে সিক্যুয়েলটি?

শনিবার (৯ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুখোমুখি হন নিশো। সেখানে একজন শিক্ষার্থী সরাসরি জানতে চান, সুড়ঙ্গ ২ কবে মুক্তি পাবে? উত্তরে নিশো জানান, ছবিটি কবে আসবে তা নির্মাতা রায়হান রাফী জানেন, তবে তারও শারীরিকভাবে ফিট হওয়া জরুরি। অভিনেতা জানান, কিছুদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি; পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। যদিও স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন, কিন্তু অ্যাকশনধর্মী চরিত্রে কাজের জন্য শতভাগ প্রস্তুত নন। এজন্য সম্পূর্ণ সক্রিয় জীবনে ফিরতে হলে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। হাস্যরস করে নিশো বলেন, “এটা এর আগে কখনো বলা হয়নি। আজ প্রথমবার বলছি। এখন যদি সবাই ভাবে, ‘তোমার তো পা ভাঙা’, তাহলে তো আর কাজ পাব না!”

অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের শুরুর অভিজ্ঞতাও শেয়ার করেন এই অভিনেতা। তিনি জানান, অভিনয়ে তার যাত্রা কোনো থিয়েটার বা মঞ্চনাটক থেকে নয়, বরং টিভি নাটক থেকেই শেখা। ছোটবেলায় তার স্বপ্ন ছিল এয়ারফোর্সে যোগ দেওয়া। তবে প্রেমিকার পরামর্শ, বাবার ইচ্ছা, মায়ের স্বপ্ন এবং আশপাশের মানুষের নানা পরামর্শের ভিড়ে শেষ পর্যন্ত অভিনেতা হয়ে ওঠেন তিনি। নিশোর ভাষায়, “আমি কখনো ভাবিনি অভিনেতা হবো। কিন্তু অভিনয় শুরু করার পর বিষয়টিকে খুব সিরিয়াসভাবে নিয়েছি। প্রথমে এটা ছিল প্যাশন, এখন এটা পেশা-দুটো আলাদা বিষয়। প্যাশন মানে ভালো লাগা, ভালোবাসা; আর পেশা মানে জীবিকা। এখন আমি অভিনয় দিয়েই জীবন চালাই।”

শিক্ষার্থীদের উদ্দেশে নিশো পরামর্শ দেন, যে কাজই করবেন মনোযোগ দিয়ে করতে হবে। নিজের উদাহরণ টেনে তিনি জানান, তার গেম খেলার নেশা আছে, পুরোনো গাড়ির প্রতিও আগ্রহ প্রবল, যা-ই করেন, মন দিয়ে করেন। অনুষ্ঠানের শেষ ভাগে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

আগামীতে আফরান নিশোকে দেখা যাবে নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা দম-এ। চলতি বছরের শেষ দিকে এর শুটিং শুরু হওয়ার কথা, আর মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী ঈদুল ফিতরে।

Watermark