রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা এবং হুমকিস্বরূপ কাফনের কাপড় ও চিরকুট ফেলা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধুরইল গ্রামের বাসিন্দা খালিদ হাসান মিলুর বাড়িতে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। বাড়ির সামনে কাফনের কাপড় ও একটি চিরকুট রেখে যায় তারা। চিরকুটে লেখা ছিল, “প্রস্তুত হ রাজাকার। বাপ মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
খালিদ হাসান মিলু জানান, রাতের ওই সময় বাড়িতে ফেরার পর বারান্দায় গিয়ে তিনি আগুনের ছোঁয়া ও পেট্রলের গন্ধ পান। পরে প্রতিবেশীদের ডেকে পুলিশ খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত পলিথিন খুলে কাফনের কাপড় ও হুমকিপূর্ণ চিরকুট পায়। বৃষ্টির কারণে আগুন বাড়তে পারেনি এবং দ্রুত নিভিয়ে ফেলা হয়।
তিনি জানান, ‘জয় বাংলা’ লেখা চিরকুট দেখে সহজেই অনুমান করা যায় যে এ ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে।
এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সন্ত্রাসীরা এমন সাহস দেখাচ্ছে। তিনি বলেন, ‘আমরা থানায় জিডি করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব।’
মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে। ঘটনার তদন্ত চলছে।