Top Header
Author BartaLive.com
তারিখ: ১০ আগস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ

দিনভর মোটরসাইকেলে ঘোরানোর পর রাতে পুকুরে ফেলে শিশু হত্যার চেষ্টা সৎ বাবার

News Image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্মম এক ঘটনার শিকার হয়েছে ছয় বছরের শিশু তাসিন। শনিবার (৯ আগস্ট) সারাদিন মোটরসাইকেলে তাকে বিভিন্ন জায়গায় ঘোরানোর পর রাতে শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় রাস্তার পাশের একটি পুকুরে ফেলে দেয় তার সৎ বাবা মুরাদ হোসেন। হত্যার উদ্দেশ্যে ফেলে যাওয়ার পর শিশুটি পুকুরে হাবুডুবু খেতে থাকে। ঠিক সেই সময় অটোরিকশার হেডলাইটের আলোতে ঘটনাটি দেখতে পান পথচারী আজিপুর ইসলাম। তিনি দ্রুত পানিতে নেমে শিশুটিকে জীবিত উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।

তাসিন জানায়, তার বাবার মৃত্যুর পর বড় ভাই বিপ্লবসহ তারা মা ববিতা বেগমের কাছেই থাকত। প্রায় ছয়-সাত মাস আগে মা বিয়ে করেন লালমনিরহাট সদরের সাপটানা এলাকার মুরাদ হোসেনকে। বিয়ের পর থেকেই তাসিন মায়ের সঙ্গে মুরাদের বাড়িতে থাকত। সেদিন মুরাদ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে মোটরসাইকেলে ঘুরতে বের হন। দিন শেষে রাত ৯টার দিকে ছড়ারপাড়ে এসে পুকুরে ফেলে চলে যান তিনি।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের ভিড় জমে যায় উদ্ধারস্থলে। তারা বলেন, সঙ্গে সঙ্গে উদ্ধার না করলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না। এত ছোট্ট শিশুর সঙ্গে এমন নিষ্ঠুর আচরণকারীকে কঠিন শাস্তি দিতে হবে।

ফুলবাড়ী থানার এসআই আব্দুর রহিম জানান, শিশুটিকে হত্যার চেষ্টার অভিযোগে মুরাদ হোসেনকে লালমনিরহাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধারকারী আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির মা, ভাই ও নানিসহ পরিবারের অন্যান্য সদস্য বর্তমানে থানায় রয়েছেন।

Watermark