Top Header
Author BartaLive.com
তারিখ: ১১ আগস্ট ২০২৫, ০১:৩২ অপরাহ্ণ

অস্ত্রসহ যুবদল নেতা আটক, সহযোগীর বাড়ি থেকে উদ্ধার ইয়াবা-গাঁজা

News Image

লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাটে গভীর রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ধরা পড়েছেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা।

রোববার (১০ আগস্ট) সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে চালানো এই অভিযানে ফরিদের সহযোগী নাঈমের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখানে বাড়ির পাশের পুকুর থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও অন্যান্য সরঞ্জাম।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ফরিদ উদ্দিন দীর্ঘদিন ধরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। ইয়াবা ব্যবসায়ীদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ক্যাপ্টেন রাহাত খান বলেন, ফরিদ উদ্দিনকে আটক করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানার ওসি আব্দুল মোনাফ জানান, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Watermark