Top Header
Author BartaLive.com
তারিখ: ১১ আগস্ট ২০২৫, ০৩:৫১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টেকে ৩০ হাজার টাকা জরিমানা

News Image

ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়া এলাকায় অবস্থিত ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাবার প্রস্তুতির অস্বাস্থ্যকর পরিবেশ ও স্বাস্থ্যবিধি অমান্যের ছবি সামনে আসে। রান্নার সময় কর্মীরা ড্রেস কোড না মানা, গ্লাভস না পরা এবং অপরিচ্ছন্ন পরিবেশে কাজ করায় ভোক্তাদের জন্য ঝুঁকি সৃষ্টি হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে পরিচালিত এই তদারকি অভিযান জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠিত হয়। অভিযানকালে রান্নাঘর ও স্টোররুমের অবস্থা দেখে তত্ত্বাবধায়করা হতবাক হন। খাদ্যসামগ্রী এলোমেলোভাবে রাখা, অপরিষ্কার উপকরণ ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত পদ্ধতি না মেনে কাজ করার কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সঙ্গে জানানো হয়, ভবিষ্যতে একই রকম অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহীন এবং সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শকও উপস্থিত ছিলেন।

Watermark