Top Header
Author BartaLive.com
তারিখ: ১২ আগস্ট ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ

হাসপাতাল থেকে দশ দিন পর বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

News Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (১২ আগস্ট) গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। সকাল সাড়ে ১০টায় তিনি নিজ বাসায় পৌঁছাবেন বলে জানা গেছে।

সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হামদুলিল্লাহ, জামায়াত আমিরের সফল হার্টের বাইপাস সার্জারির দশ দিন পর তিনি বাসায় ফিরছেন। তার সুস্থতার জন্য দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সামনে একটি প্রেস ব্রিফিং করবেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত ২ আগস্ট সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করা হয়। বর্তমানে তিনি কেবিনে অবস্থান করছেন এবং চিকিৎসকদের সঙ্গে হাঁটাচলাও করছেন। পরিপূর্ণ সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Watermark