Top Header
Author BartaLive.com
তারিখ: ১২ আগস্ট ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ

স্ত্রী টুম্পাকে বাড়িতে ফেরাতে না পেরে সম্বন্ধীকে হত্যা

News Image

কক্সবাজারের টেকনাফে ছোট বোনের জামাইয়ের ছুরিকাঘাতে নুরুল আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে নিহতের পরিবার।

সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নিহত নুরুল আলম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. আব্দুল্লাহ (২৮) একই ইউনিয়নের উলুচামারি গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, নুরুল আলমের ছোট বোন টুম্পার সঙ্গে তার স্বামী আব্দুল্লাহর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। কয়েক দিন আগে ঝগড়ার পর টুম্পা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর টুম্পা স্বামীর বাড়ি ফেরেনি। টুম্পা স্বামীর বাড়িতে না ফেরার পেছনে স্ত্রীর বড় ভাই নুরুল আলমকে সন্দেহ করে আব্দুল্লাহ। একপর্যায়ে সোমাবার রাত ৮টার দিকে আবদুল্লাহ শ্বশুরবাড়িতে গিয়ে তার সম্বন্ধীকে (স্ত্রীর বড় ভাই) ছুরিকাঘাত করে। বিষয়টি জানাজানি হলে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায় আব্দুল্লাহ।

পরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে আব্দুল্লাহ শ্বশুরবাড়িতে গিয়ে নুরুল আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুল আলমকে উদ্ধার করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

Watermark