Top Header
Author BartaLive.com
তারিখ: ১৩ আগস্ট ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট পেলেন মুহাম্মদ ইউনূস

News Image

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া-ইউকেএম)।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরের বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এক আনন্দঘন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের হাত থেকে সম্মানসূচক ডিগ্রির সনদ গ্রহণ করেন মুহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা প্রসারে তাঁর অনন্য অবদান ও বৈশ্বিক পরিসরে ইতিবাচক প্রভাব সৃষ্টির স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয় বলে জানিয়েছে ইউকেএম কর্তৃপক্ষ।

সকালেই অনুষ্ঠানস্থলে পৌঁছালে লালগালিচা সংবর্ধনা দিয়ে তাঁকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা।

ডক্টরেট গ্রহণের পর বক্তব্যে মুহাম্মদ ইউনূস বলেন, সামাজিক ব্যবসা দারিদ্র্য দূরীকরণে এক কার্যকর হাতিয়ার। মানবকল্যাণে এই ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Watermark