বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান আবারও ফিরলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। বছরখানেক জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে এখনো দাপট দেখিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। এবারের গন্তব্য অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স।
ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে অ্যান্টিগা থেকে ভিডিও বার্তায় সাকিব জানালেন রোমাঞ্চের কথা—
“এখানে ফিরতে পেরে দারুণ লাগছে। অ্যান্টিগা দলে প্রথমবার খেলতে যাচ্ছি, তারা আমাকে দলে নিয়েছে, এটা আমার জন্য বড় প্রাপ্তি। সিপিএলে আগে কয়েকটি দলের হয়ে খেলেছি, আশা করি এবারও দারুণ কিছু হবে।”
দলের শক্তি নিয়েও আত্মবিশ্বাসী সাকিব। কোচ পল নিক্সন ও কিংবদন্তি কার্টলি অ্যামব্রোসের মতো আইকনিক ব্যক্তিত্বদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া তাঁর জন্য বড় অনুপ্রেরণা। “আমাদের দলে তরুণ আর অভিজ্ঞতার সুন্দর মিশেল আছে। যদি তা কাজে লাগাতে পারি, ভালো একটা টুর্নামেন্ট হবে,” বলেন তিনি।
এবার সাকিবের চোখে আরেক স্বপ্ন স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে দেখা। তাঁর নামাঙ্কিত মাঠে খেলার অভিজ্ঞতাকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন সাকিব। “আশা করছি তিনি ড্রেসিংরুমে আসবেন, তাঁর অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন,” জানালেন ফ্যালকন্সের নতুন এই তারকা।
আগামী শুক্রবার (১৫ আগস্ট) পর্দা উঠছে সিপিএলের ত্রয়োদশ আসরের। উদ্বোধনী ম্যাচেই অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের প্রতিপক্ষ সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। বাংলাদেশ সময় ভোর ৫টায় গড়াবে বল।