সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে প্রকাশ্য লুটপাটের রেশ কাটতে না কাটতেই এবার জাফলংয়েও চলছে পাথর লুট। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে সংগঠিতভাবে এ অপকর্ম চালাচ্ছে পাথরখেকোরা। দিনের বেলাতেও সুযোগ পেলে পাথর সরানোর চেষ্টা করছে তারা।
জানা গেছে, জিরো পয়েন্ট এলাকা থেকে ইতোমধ্যেই বড় বড় পাথর তুলে নিয়ে যাওয়া হয়েছে। এতে পর্যটন কেন্দ্রটির প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং পরিবেশ পড়েছে হুমকির মুখে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভ্রমণপিপাসুরা।
প্রশাসনের দাবি, পাথর লুট রোধে এলাকায় টহল জোরদার করা হয়েছে। এদিকে সাদাপাথর এলাকা প্রকাশ্য লুটপাটে অনেকটা মরুভূমিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, সাদাপাথর এলাকায় ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। পাশাপাশি ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও।