Top Header
Author BartaLive.com
তারিখ: ১৩ আগস্ট ২০২৫, ০৭:৩২ অপরাহ্ণ

সিঙ্গারা বাকি না দেওয়ায় গুলি, আহত দুই

News Image

গাইবান্ধার সাদুল্লাপুরে বাকিতে সিঙ্গারা না দেওয়াকে কেন্দ্র করে রেস্টুরেন্ট মালিক ওয়াসিম মিয়াকে (২৫) গুলি করার অভিযোগ উঠেছে গোলাপ মিয়া (৩৬) নামে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খোদ্দকোমরপুর নাপিতের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়াসিমকে বাঁচাতে গিয়ে সেলিনা বেগম (৪০) নামে এক নারী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদুলপুর গ্রামের তয়েজ মিয়ার ছেলে গোলাপ মিয়া ওইদিন ওয়াসিমের রেস্টুরেন্টে এসে বাকিতে সিঙ্গারা চান। ওয়াসিম টাকা ছাড়া সিঙ্গারা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাপ বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র এনে ওয়াসিমকে গুলি করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ওয়াসিম পার্শ্ববর্তী দক্ষিণ চকদাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক আকন্দের ছেলে। গুলিবিদ্ধ সেলিনা বেগম একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

স্থানীয়রা জানান, গোলাপ প্রামাণিক কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতির ব্যক্তিগত সহকারী ছিলেন। এলাকায় তিনি উম্মে কুলছুমের পালিত সন্তান হিসেবেও পরিচিত। সম্প্রতি তিনি মাদক ও চোরাকারবারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, “ওয়াসিম মিয়া ও এক নারীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা আটক করার পর জিজ্ঞাসাবাদে জানা যাবে। গোলাপকে আটকের চেষ্টা চলছে।”

Watermark