মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আহমেদি গভর্নরেট এলাকায় পৃথক দশটি ঘটনায় ভেজাল মদপানে ১০ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে আরও অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইন এ তথ্য প্রকাশ করে। তবে মৃতদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিরাপত্তা সূত্র জানায়, নিহতরা আল-আহমেদি গভর্নরেটের জলিব আল শুয়ুখ ব্লক–৪ থেকে ভেজাল মদ কিনেছিলেন। অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি মৃত্যুর পেছনের কারণ ও সম্ভাব্য সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় অবৈধ অ্যালকোহল উৎপাদন বা পাচারের সঙ্গে কোনো চক্র জড়িত আছে কিনা, তাও তদন্ত করা হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, মৃত সবাই প্রবাসী এবং তারা আহমেদি গভর্নরেট এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
স্থানীয় সূত্রের তথ্যমতে, ভেজাল মদপানে অসুস্থ হয়ে পড়া অন্তত ১৫ জনকে ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা যান। তবে মৃতদের পরিচয় ও জাতীয়তা এখনো প্রকাশ করা হয়নি।