Top Header
Author BartaLive.com
তারিখ: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪০ অপরাহ্ণ

মহেশখালী থানার ওসিকে প্রকাশ্যে হুমকি বিএনপি নেতা আকতার হোসেনের

News Image

কক্সবাজারের মহেশখালী থানার ওসি মনজুরুল হককে প্রকাশ্যে অশোভন ভাষায় হুমকি দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন। এ ঘটনায় সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে তার সব পদ স্থগিত করেছে বিএনপি।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে মহেশখালী পৌরসভার দীঘিরপাড়ে আয়োজিত এক স্মরণসভায় ওসিকে উদ্দেশ্য করে আকতার হোসেন বলেন, “ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।”

বক্তব্যে তিনি অভিযোগ করেন, থানার ওসির চেম্বার ‘দোকানে’ পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। বেশি টাকা দিলে সেই মামলা অগ্রাধিকার পায়। আরও দাবি করেন, ওসি আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মিলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

আকতার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফাইজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। মহেশখালী থেকে বের করবো, এটা ওয়াদা আমার। আল্লাহর কসম করে বলছি, ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করবো।”

এর আগে গত ২০ মে মহেশখালী থানায় যোগ দেন ওসি মনজুরুল হক। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনও বক্তব্যের ভিডিও দেখেননি বা শোনেননি। মামলা বাণিজ্য ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের অভিযোগ তিনি অস্বীকার করেন।

বক্তব্যের বিষয়ে জানতে আকতার হোসেনের মোবাইলে একাধিকবার কল করেও যোগাযোগ সম্ভব হয়নি।

এদিকে, মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আকতার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

Watermark