Top Header
Author BartaLive.com
তারিখ: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫৯ অপরাহ্ণ

টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার

News Image

সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভাটারা থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, বিজ্ঞ আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে।

এর আগে গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এক ধর্ষণ মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলা দায়ের করেছিলেন লায়লা আখতার ফারহাদ। পরে ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেন।

লায়লা আখতার ফারহাদ প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও আনেন।

প্রসঙ্গত, টিকটক ও লাইকি প্ল্যাটফর্মে নিজের তৈরি মিউজিক ভিডিও পোস্ট করার মাধ্যমেই জনপ্রিয়তা পান প্রিন্স মামুন। সেখান থেকেই তিনি অনলাইনে আলোচনায় আসেন।

Watermark