Top Header
Author BartaLive.com
তারিখ: ১৪ আগস্ট ২০২৫, ০২:১৫ অপরাহ্ণ

সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু

News Image

জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে সুমাইয়া খাতুন (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে পৌরসভার কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া দিনমজুর সাইদুল রহমানের মেয়ে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সেদিন সকালে সুমাইয়াকে নিয়ে তার মা নানি বাড়ি বেড়াতে যান। রাতে বিছানায় বসিয়ে মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বিছানায় পড়ে থাকা চানাচুর মুখে দেয় শিশুটি। হঠাৎ চানাচুর গলায় আটকে গেলে পরিবারের সদস্যরা বের করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদুর রহমান জানান, গলায় খাবার আটকে পড়া অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

Watermark