Top Header
Author BartaLive.com
তারিখ: ১৪ আগস্ট ২০২৫, ০৪:১৩ অপরাহ্ণ

খালেদা জিয়ার জন্মদিনে কেক না কাটতে নির্দেশ, হবে দোয়া মাহফিল

News Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটা বা কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশনা দিয়েছে দলটি। জন্মদিন উপলক্ষে শুধু দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্দেশনা দেন। তিনি জানান, আগামী ১৫ আগস্ট খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। এদিন তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং একই সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনে ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় সারাদেশের দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রিজভী বলেন, “চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া কেক কাটা বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানানো হচ্ছে।”

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ১৫ আগস্ট বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

Watermark