নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মো. সালাউদ্দিন (৩২) নামে এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তাঁর বাঁ হাতের কবজি মারাত্মকভাবে জখম হয় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুরের কন্ট্রাক্টর পোল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সালাউদ্দিন চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় ছিলেন। বছরখানেক আগে দেশে ফেরেন এবং আগামী সেপ্টেম্বর মাসে নতুন করে কাতার যাওয়ার কথা ছিল। বর্তমানে তাঁর মা দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন।
আহতের মামা আবদুল কাদের অভিযোগ করেন, কয়েক মাস আগে পৈতৃক সম্পত্তি বিক্রি করার পর স্থানীয় সন্ত্রাসী ও মাদকসেবীরা সালাউদ্দিনের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ কারণে নিরাপত্তার জন্য সালাউদ্দিন মায়ের পরামর্শে কন্ট্রাক্টর পোল এলাকায় ভাড়া বাসায় ওঠেন।
তিনি আরও জানান, শনিবার সকালে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কন্ট্রাক্টর পোল এলাকায় দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। তিনি জানান, কবজি বিচ্ছিন্ন হয়নি, তবে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।