Top Header
Author BartaLive.com
তারিখ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ণ

সংসদ ছিল মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলার জায়গা, কিন্তু সেখানে গান গাওয়া হয়েছে-জাহিদুল ইসলাম

News Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। কিন্তু গত ১৫ বছরে যে পরিমাণ লুটপাট হয়েছে, যে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, তা দিয়ে অন্তত চারবার জাতীয় বাজেট ঘোষণা করা যেত। একজন সামান্য সরকারি অফিসের পিয়ন ঢাকায় ২০ তলা অট্টালিকা বানিয়েছে এই টাকার উৎস হলো কৃষকের ঘামে-ভেজা কষ্টার্জিত অর্থ।”

শনিবার (১৬ আগস্ট) কুড়িগ্রামের উলিপুরের মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংসদের পূর্বতন সদস্যদের সমালোচনা করে জাহিদুল ইসলাম আরও বলেন, “সংসদ ছিল মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলার জায়গা। কিন্তু সেখানে গান গাওয়া হয়েছে। এমন সংসদ সদস্যও ছিলেন, যিনি প্রস্তুত করা স্ক্রিপ্ট পড়তে গিয়েও হোঁচট খেতেন। দেশের নেতৃত্ব এমন অযোগ্য ব্যক্তিদের হাতে ছিল।”

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “কোনো পরিবারে জন্ম নিয়েছ, কোন বংশে এসেছ তা বড় কথা নয়। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। স্বপ্ন পূরণের পথে অটল থেকে এগিয়ে গেলে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ্ হোসাইন আহমদ মেহেদী।

এ সময় উপজেলার ২২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Watermark