Top Header
Author BartaLive.com
তারিখ: ১৬ আগস্ট ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ

শাকিব-জয়া-চঞ্চলদের ছবিতে ‘জুতা নিক্ষেপ’

News Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানানোয় কয়েকজন তারকা ও ক্রীড়া ব্যক্তিত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রসমাজ। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজু ভাস্কর্যের সামনে বিপ্লবী ছাত্র পরিষদ এসব তারকার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে।

রাজু ভাস্কর্যের পাশের মেট্রোরেল পিলারে ঝুলানো একটি ব্যানারে প্রায় ৩০ জন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বের ছবি টানানো হয়। সেখানে কবি সাদাত হোসেন, গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, অভিনেতা শাকিব খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, অরুণা বিশ্বাস, সাজু খাদেম, নাজিফা তুষি, মুমতাহিনা টয়া, মডেল পিয়া জান্নাতুল, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালসহ ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের ছবিও ছিল। ব্যানারের শিরোনামে লেখা ছিল  “কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান তোলেন  “জয়া আহসানের দুই গালে, জুতা মারো তালে তালে”, “চঞ্চলের দুই গালে, জুতা মারো তালে তালে”, “শাকিব খানের দুই গালে, জুতা মারো তালে তালে”। এমনকি শেখ মুজিবুর রহমানের ছবিতেও জুতা নিক্ষেপ করা হয়।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “গত ১৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সময় এসব সেলিব্রেটি নীরব ছিলেন। অথচ এবার ফেসবুকে শোকপোস্ট দিয়ে আওয়ামী লীগকে ‘নরমালাইজ’ করার চেষ্টা করছে। মুজিবকে ঢাল বানিয়ে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে।” তিনি আরও দাবি করেন, “ভালো মুজিব বলে কিছু নেই। তাকে হত্যা না করলে আজকের গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়া যেত না।”

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, “গত ১৬ বছরে শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক ফ্যাসিবাদও কায়েম করা হয়েছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আমরা সেই ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। অথচ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবার মুজিববাদী বয়ান ফিরিয়ে আনতে চাইছে। তাই আমাদের এই প্রতিরোধ।”

উল্লেখ্য, এর আগে শুক্রবার শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কয়েকজন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করেন। পরে গুজব ছড়িয়ে পড়ে যে, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কাছ থেকে অর্থ নিয়ে এসব পোস্ট দিয়েছেন তারা।

Watermark